ঢাকা ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জিলা মটর মালিক সমিতির নতুন কমিটিকে ঘিরে উত্তেজনা

প্রশাসক নিয়োগ
জিলা মটর মালিক সমিতির নতুন কমিটিকে ঘিরে উত্তেজনা

ময়মনসিংহে জিলা মটর মালিক সমিতির কমিটিকে কেন্দ্র করে নানা উত্তেজনার সৃষ্টি হয়েছে। একদিকে মটর মালিকদের সর্বসম্মতিক্রমে ত্রি-বার্ষিক সাধারণ সভায় তিন বছর মেয়াদে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য মো. শরাফ উদ্দিন কোহিনূরকে সভাপতি ও আব্দুর রব আকন্দ রতনকে মহাসচিব পদে নির্বাচিত করে ৭৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির কমিটি নিয়ে নেতাদের মাঝে নানা উত্তেজনা দেখা দেয়ায় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলম জিলা মটর মালিক সমিতিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লুৎফুন নাহারকে প্রশাসক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন। তবে প্রশাসক নিয়োগের ৩ দিন পার হলেও জিলা মটর মালিক সমিতির কার্যালয়ে আসতে পারেনি। এ ব্যাপারে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলমকে গত শুক্রবার সন্ধ্যায় একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ময়মনসিংহে মটর মালিকদের সর্বসম্মতিক্রমে মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. আবু মিয়া ও মির্জা হারুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। অস্থায়ী কমিটি দায়িত্ব নেয়ার পর গত ১২ নভেম্বর দুপুরে মটর মালিকদের নিয়ে জিলা মটর মালিক সমিতির কার্যালয়ে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা (২০২৫-২৭) অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য মো. শরাফ উদ্দিন কোহিনূরকে সভাপতি ও আব্দুর রব আকন্দ রতনকে মহাসচিব পদে নির্বাচিত করে ৭৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্যাডে এ কমিটিকে অভিনন্দন জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানিয়ে বলা হয়, অতিবিলম্বে আপনারা নতুন কার্যকরী পরিষদের সভা আহ্বান করে মালিকদের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, যাত্রীদের সেবার মান উন্নয়ন, সড়ক পথে দুর্ঘটনা কমানো, রাস্তায় যানজট নিরসন এবং অবৈধ চাঁদা আদায় বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত