মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় অবস্থিত কারখানায় এ আগুনের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গতকাল সোমবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু উৎপাদনকারি পেপার অ্যান্ড পাল্প কারখানার গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পরে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিকরা জানায়, ফ্রেশ টিস্যু উৎপাদনকারী এই পেপার অ্যান্ড পাল্প কারখানাটি চার তলা ভবন। ভোরেও কারখানায় কাজ চলছিল। হঠাৎ নিচতলায় আগুন দেখতে পায় শ্রমিকরা। এ সময় কারখানায় থাকা শ্রমিক কর্মচারী আগুন নেভানোর চেষ্টা করে। তবে কারখানাটিতে বিপুল পরিমাণে কাঁচামাল, পেপার ও প্রস্তুতকৃত টিস্যু থাকায় আগুন বেড়ে যায়। পরে শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়।