ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নৌবাহিনীর জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত

নৌবাহিনীর জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত

আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরে নিম্মোক্ত স্থানে দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। অঞ্চল, স্থান ও জাহাজের নাম গুলো হলো- ঢাকা সদর ঘাঁট, ঢাকা বানৌজা চিত্রা, চট্টগ্রাম নেভাল বার্থ, নিউমুরিং, চট্টগ্রাম বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল, খুলনা বানৌজা শহীদ আখতার উদ্দিন, মোংলা দিগরাজ নেভাল বার্থ, মোংলা বানৌজা কপোতাক্ষ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট, বরিশাল বানৌজা বরকত, চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর বানৌজা শহীদ দৌলত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত