ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শেবাচিমের ৫৬তম বর্ষপূর্তি উদযাপন

শেবাচিমের ৫৬তম বর্ষপূর্তি উদযাপন

আসুন, স্মৃতির সরণি ধরে হারিয়ে যাই সেই দিনগুলোতে এমনই এক অনুভূতিকে অম্লান করে রাখতে গতকাল বুধবার দক্ষিণবঙ্গের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৬তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় এক আনন্দময় মুহূর্তের অবতারনা হয়।

১৯৬৮ সালের এই দিনে দক্ষিণবঙ্গের মানুষের ভরসাস্থল হিসেবে বিবেচিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রাক্তন, বর্তমান ও নতুনদের দের মিলনমেলার এই আয়োজন সকাল ৯টায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি ডা. একেএম আক্তার মোর্শেদ, বিশেষ অতিথি মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. নাজমুল হোসেন, অধ্যাপক ডা. কহিনুর বেগম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত