ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেশের উন্নয়নে অবদান রাখতে আনসারদের নির্দেশনা

দেশের উন্নয়নে অবদান রাখতে আনসারদের নির্দেশনা

দেশের সামাজিক নিরাপত্তা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গত মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে তিনি বাহিনীর কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা দেন। বাহিনীটির গণসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক মো. আশিকউজ্জামান জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক প্রথমে আনসার-ভিডিপির ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়, জেলা প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। মধ্যাহ্ন বিরতির পর তিনি রেঞ্জের বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমে বাহিনীর ভূমিকা জোরদার করার আহ্বান জানান আনসার মহাপরিচালক। এরপর মহাপরিচালক জেলার বাঁশবাড়ী এলাকায় আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কমান্ড্যান্ট কার্যালয় এবং ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী কালাদহ আনসার-ভিডিপি ক্লাব পরিদর্শন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত