খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় সভাকক্ষে গতকাল শনিবার বিকালে কেকেবিএইউ-এর ভাইস-চ্যান্সেলর ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মো. মাহমুদ আলমণ্ডএর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও একাডেমিক কাউন্সিলের আমন্ত্রিত অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক ও ডিন এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরীফুল আলম, বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক মনোনীত শিক্ষানুরাগী ব্যক্তিত্ব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সাবেক ভাইস-চ্যান্সেলর ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, কেকেবিএইউ ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আর্শেদ আলী মাতুব্বর এবং অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক। একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সিএসই বিভাগের প্রভাষক জনাব মেহেদী হাসান শান্ত-এর সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন সিএসই বিভাগের প্রভাষক জনাব মাসুম রায়হান এবং উপস্থিত সদস্যবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ও একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার এএফএম গোলাম শরফুদ্দিনের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।