ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ

কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের একটি অ্যারোসল ও এয়ারফ্রেশনার তৈরির কারখানার র‌্যাপিং মেশিন অভার হিট হয়ে বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)। গতকাল রোববার সকাল ১০টার দিকে বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব ফায়ার ইউনিট আগুন নিভিয়ে ফেলে। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেছেন, দগ্ধদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। জানা যায়, সকাল থেকে শ্রমিকরা কারখানার ইউনিট ওয়ানে অ্যারোসল ও এয়ারফ্রেশনার তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে ১০ জন শ্রমিক দগ্ধ হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত