নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ গত শনিবার বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দর, নদী বন্দর এবং বিআইডব্লিউটিএ’র চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন। দিনের প্রথম ভাগে সিনিয়র সচিব ঢাকা নদী বন্দর টার্মিনালের নতুন ও পুরাতন টার্মিনাল পরিদর্শন শেষে কর্তৃপক্ষের বালু জাহাজযোগে পানগাঁও কন্টেইনার টার্মিনাল গমন করেন। কন্টেইনার টার্মিনাল, এর সংলগ্ন বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন কার্গো জেটির অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সেখান থেকে নৌপথে কর্তৃপক্ষের জাহাজযোগে সিনিয়র সচিব মহোদয় নারায়নগঞ্জ জেলার ডিইপিটিসি, নারায়নগঞ্জ নদী বন্দর টার্মিনাল, খাঁনপুর জেটি এবং ড্রেজার বেইজ পরিদর্শন করেন। সিনিয়র সচিব মহোদয়ের এ পরিদর্শনে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়সহ সংশ্লিষ্ট বন্দরের কর্মকর্তারা, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদ্বয়, পরিচালক (বন্দর), প্রধান প্রকৌশলী (ড্রেজিং), পরিচালক (নৌসওপ), প্রধান প্রকৌশলী (পুর), অধ্যক্ষ, ডিইপিটিসি উপস্থিত ছিলেন।