ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

২৮৮.১১ কোটি টাকা ব্যয়

বিলুপ্ত জলাধার পুনর্খননে পরিবেশ ও জীববৈচিত্র্যের উন্নতি

বিলুপ্ত জলাধার পুনর্খননে পরিবেশ ও জীববৈচিত্র্যের উন্নতি

রংপুর বিভাগে বিলুপ্ত জলাধার পুনঃখননের ফলে পরিবেশ, জীববৈচিত্র্যের উন্নতি হচ্ছে। বিলুপ্ত নদী, খাল, বিল এবং পুকুরের মতো অন্যান্য। এসব পদক্ষেপে প্রকৃতিতে ভারসাম্য আনার পাশাপাশি জলাধারগুলোতে প্রচুর পরিমাণে সঞ্চিত বৃষ্টির পানি ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণ এবং ভূপৃষ্ঠের পানি সংরক্ষণে অবদান রাখছে। পাশাপাশি কৃষি ও গৃহস্থালী কার্যক্রমে এসব জলাধারার পানি ব্যবহার করা হচ্ছে। জলাধার পুনর্খনন করায় শত শত কৃষক, নারী-পুরুষ এবং সাধারণ মানুষ পুনর্খননকৃত জলাধারগুলোর পাড়ে কৃষি, মৎস্য চাষ, বৃক্ষরোপণ, কলা, শাক-সবজি চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। তারা গবাদি পশুকে খাওয়ানোর জন্য নেপিয়ার ঘাস চাষ করছেন। চারপাশে সবুজের মাঝে জীবনযাত্রার উন্নতি করতে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন করছেন।

‘ভূ-উপরস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তম রংপুর জেলায় সেচ সম্প্রসারণ’ (ইআইআর) প্রকল্প (২০১৯-২০২৫) বাস্তবায়ন এই ইতিবাচক পরিবর্তনগুলোকে সম্ভব করে প্রকল্প এলাকায় একটি সুন্দর ও মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। পুনর্খননকৃত জলাধারের থৈ থৈ স্বচ্ছ জলাবদ্ধ এলাকা এবং তীরের বনাঞ্চল এখন স্থানীয় এবং অতিথি পাখির কিচিরমিচিরসহ হারিয়ে যাওয়া বিরল প্রজাতির কাঠ ও ঔষধি গাছ এবং ফুলের গাছে ভরপুর মনোমুগ্ধকর দৃশ্য সবাইকে আকৃষ্ট করছে। কৃষি মন্ত্রণালয়ের অধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বৃহত্তর রংপুর অঞ্চলের রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার ৩৫টি উপজেলায় ২৮৮.১১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। সম্প্রতি প্রকল্প এলাকার কৃষক, গ্রামবাসী এবং গৃহিণীরা জানান যে তারা প্রকল্পের ব্যাপক ইতিবাচক প্রভাব এবং তিন থেকে চার দশক পর আবার নতুন পরিবেশ ও জীববৈচিত্র্যসহ হারিয়ে যাওয়া বাস্তুতন্ত্রের পুনরুজ্জীবন প্রত্যক্ষ করছেন।

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় বদনাপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ কায়কোবাদ জানান, বিলুপ্ত চতরা খাল পুনর্খননের ফলে চাষের জমিগুলো জলাবদ্ধতা থেকে মুক্ত হয়েছে। কৃষকরা এসব জমিতে এখন বছরে তিনটি ফসল চাষ করতে সক্ষম হচ্ছেন।

কায়কোবাদ বলেন, অনেক কৃষক, পুরুষ ও মহিলা বিভিন্ন জলাধারের পাড়ে সবজি, কলা ও নেপিয়ার ঘাস চাষ করছেন এবং উন্নত জীবিকা অর্জনের জন্য পুনর্খনন করা খালে হাঁস পালন করছেন এবং বিলুপ্ত প্রজাতির দেশী জাতের মাছ ধরে নিজেদের পরিবারের পুষ্টি চাহিদা মেটাচ্ছেন।

রংপুরের মিঠাপুকুর উপজেলার ভগবানপুর গ্রামের কৃষক বাদশা মিয়া জানান, বিলুপ্ত শালমারা খাল পুনঃখননের ফলে তার তিন একর জমি জলাবদ্ধতা থেকে মুক্ত হয়েছে। তিনি এখন উন্নত পরিবেশে ঐ জমিতে বছরে তিনটি ফসল চাষ করতে সক্ষম হচ্ছেন।

একই উপজেলার বেতগাড়া গ্রামের গৃহবধূ নুর সালমা বলেন, ষষ্ঠীছড়া বিল পুনর্খনন করে পাড়ে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করায় সবুজায়নের পাশাপাশি পরিবেশের ব্যাপক উন্নতি হয়েছে। বাস্তুতন্ত্রের পরিবর্তন ও উন্নতি হয়েছে এবং এতে করে স্থানীয় শত শত মানুষ উপকৃত হচ্ছেন। এ সময় আনন্দচিত্তে সালমা বলেন, বিলটি পুনঃখননের ফলে স্থানীয় লোকজন সেখানে সঞ্চিত পানি সেচ ও গৃহস্থালী কাজে ব্যবহার করতে পারছেন, পাড়ে নেপিয়ার ঘাস ও শাক-সবজি চাষ, হাঁস পালন ও স্বচ্ছ ও পরিষ্কার পানিতে গোসল করতে পারছেন। রংপুরের বদরগঞ্জ উপজেলার ঝাড়পাড়া গ্রামের গৃহবধূ হোসান্না বেগম জানান, তিন বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া মড়া তিস্তা নদী পুনঃখননের পর থেকে তিনি হাঁস পালন এবং কলা ও সবজি চাষ করে জীবিকা নির্বাহ করছেন।

একই উপজেলার বক্সীগঞ্জ কুঠিপাড়া গ্রামের গৃহবধূ জিলাপী বালা ও শেফালী খাতুন জানান, বিলুপ্তপ্রায় ঘিরনই নদী পুনঃখনন ও তার তীরে ব্যাপক বনায়নের ফলে জীববৈচিত্র্য ও পরিবেশের উন্নতি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত