ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অহিংস গণঅভ্যুত্থান কর্মসূচিতে যাওয়ার পথে বাস আটক

অহিংস গণঅভ্যুত্থান কর্মসূচিতে যাওয়ার পথে বাস আটক

নারায়ণগঞ্জের বন্দর থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজধানীর জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে স্থানীয়দের সহায়তায় ১০/১২টি বাস আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে বন্দর থানার দড়ি সোনাকান্দা, ফরাজিকান্দা, মদনগঞ্জ, ইস্পাহানি ও কুড়িপাড়া এলাকা থেকে বাসগুলো আটক করা হয়। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িগুলোর বিষয়ে যাচাই বাছাই চলছে। পরে বিস্তারিত জানানো যাবে। জানা গেছে, গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অহিংস গণঅভ্যূথান বাংলাদেশ’ নামের একটি সংগঠন কর্মসূচি আহ্বান করে। তাতে অংশগ্রহণের জন্য সংগঠনের কর্মীরা বন্দরের বিভিন্ন এলাকায় জড়ো হয়।

তারা বাস যোগে ঢাকা যাওয়ার চেষ্টা করে। লোকজন জড়ো হতে দেখে স্থানীয়রা বাসগুলো আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বাসগুলো আটক করে নেতাকর্মীদের বাড়ি ফিরিয়ে দেন। এ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মানুষদের এনে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে এমন আশংকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত