বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২৩-২৪ সেশনের এক হাজার নবীন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ উপহার দিয়ে বরণ করেছে বেরোবি দাওয়াহ সোসাইটি। গত রোববার বিকালে বেরোবির স্বাধীনতা স্মারক মাঠে ব্যতিক্রম এই নবীনবরণ অনুষ্ঠিত হয। পবিত্র কোরআন শরীফ ছাড়াও এই এক হাজার শিক্ষার্থীকে একটি করে টি-শার্ট, চাবির রিং ও কলম দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ও ইসলামি বক্তা অধ্যাপক মোখতার আহমেদ, বেরোবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম রকিব উদ্দিন, নবীন শিক্ষার্থী শাহরিয়ার প্রমুখ। এ সময় বেরোরি শিক্ষার্থীরা ছাড়াও রংপুরের আলেমণ্ডওলামা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সাংস্কৃতিক সংগঠন রঙ্গণ’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।