ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

হাইওয়ে পুলিশের সংবাদ সম্মেলন

হাইওয়ে পুলিশের সংবাদ সম্মেলন

মহাসড়ককে সুরক্ষিত ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন অতিতে পুলিশ যে সমস্ত ভুল করেছে, সেই ভুল শুধরিয়ে এবং মানবধিকার সমুন্নত রেখে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে হাইওয়ে পুলিশের প্রধান কাজ। এ জন্য সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা চেয়েছেন হাইওয়ে পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হাইওয়েতে ঝুকিপূর্ণ যানবাহন চলার ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার। তবে ঝুকিপূর্ণের তালিকায় মোটর সাইকেল রয়েছে। এই মোটর সাইকেল চালকের মধ্যে আন্ডার এজের বেশি। দেশের বেশিরভাগ দুর্ঘটনায় আমাদের ছেলেরাই মারা যাচ্ছে। যখন ঈদ, পূজা ও অন্যান্য উৎসব হয় তখন এই দুর্ঘটনার হার যেমন বাড়ে তেমনি মৃত্যুর হারও বাড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত