ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার হাটহাজারী পৌর এলাকার ত্রিবেণী কমিউনিটি সেন্টারে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার সম্পূর্ণ গনতান্ত্রিক নিয়মে ব্যালটের মাধ্যমে নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মো. আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন পত্রিকার মো. বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালের সময় ও ডেইলি ম্যাসন্জারের সুমন পল্লব নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সহ-সভাপতি হিসেবে মুক্তখবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক জাহেদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলী অবজারভারের উজ্জ্বল নাথ, সহ-সাধারণ সম্পাদক দৈনিক শাহ আমানতের জাহিদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক দৈনিক জনবাণী’র মো. আবু নোমান, অর্থ সম্পাদক দৈনিক সময়ের নিউজ’র মো. আবুল মনছুর, প্রচার সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রা’র মো. ওসমান গনি, দপ্তর সম্পাদক দৈনিক সময়ের কাগজের এইচএম এরশাদ, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ইনফো বাংলার রিমন মুহুরী, ধর্ম বিষয়ক হিসেবে দৈনিক আমার সংবাদের সাহাবুদ্দীন সাইফ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শ্যামল নাথ, প্রবাসী সদস্য হিসেবে মোহাম্মদ জামশেদ, মো. আরফাতুল ইসলাম, মো. জাসেদুল ইসলাম, মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক নেতা ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, সাংবাদিক ন. ম জিয়া চৌধুরী ও রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সাবেক সভাপতি মো. শফিউল আলম ও প্রদীপ শীল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত