ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে কাজ করার আহ্বান

নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে কাজ করার আহ্বান

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ-বিচারক সবাইকে সক্রিয়ভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মোহাম্মদ আল মামুন।

গত বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর ১০ ডিসেম্বর), ২০২৪ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আল মামুন বলেন, আমরা সহিংসতার শিকার নারীদের বিনামূল্যে আইনি সহায়তা দেই। বিনামূল্যে অর্থাৎ সরকার এই খরচ দিয়ে থাকে। আমাদের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, প্রতি বছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। তিনি বলেন, নারীদের বিচারপ্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ও বিচারক সবাইকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তাহলেই নারীর প্রতি সহিংসতা প্রতিকার ও প্রতিরোধ করা যাবে। অনুষ্ঠানে নারী ও শিশুর প্রতি সহিংসতার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুমা সুলতানা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত