ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে হাঁটছে : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে হাঁটছে : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে হাঁটছে উল্লেখ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এই লক্ষ্যে সরকার এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে।

কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সঙ্কেত দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এই নির্বাচনের মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার স্বাধীনতা পাবে।’

তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেয়ার প্রতিশ্রুতবদ্ধ অন্তর্বর্তী সরকার। এই সরকার ক্ষমতা ধরে রাখতে চায় না এবং ক্ষমতা ধরে রাখার দায়িত্বও নেয়নি।

নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করতে। নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে।

গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাউফল ফাউন্ডেশন কর্তৃক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, গুণীজন ও কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করছে। তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দিবে না। যারা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেয়া হবে না।

প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তী সরকার, জনগণের সরকার সুতারাং এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের মুখের ভাষা এই সরকার বুঝে এবং বুঝতে চেষ্টা করবে।’ হজ্জের খরচ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই বলছে ভারত, পাকিস্তান, নেপাল বা অন্যান্য রাষ্ট্রে হজ্জের খরচ কম।

কারণ তারা হাজীদেরকে মক্কা-মদিনা থেকে ৮ কিলোমিটার অনেক ক্ষেত্রের এর চেয়েও বেশি দূরত্বে রাখে। আমরা হাজীদেরকে দুই থেকে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে রাখি এবং রাখবো। এ বছর হজ্জযাত্রীদের বিমান ভাড়া এক লাখ ৯৪ হাজার টাকা থেকে কমিয়ে এক লাখ ৪৭ হাজার টাকা করা হয়েছে।

এরপরও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে বিমান ভাড়া আরো কমানো যায় কী না বিবেচনা করতে।’ ধর্ম উপদেষ্টা আরো বলেন, ‘অতীতে রাষ্ট্রীয় খরচে দলীয় লোকজনকে হজ্জ করানো হতো। এবার সেটি বন্ধ হচ্ছে।

জনগণের আমানত রক্ষায় কাউকে রাষ্ট্রীয় খরচে হজ্জ করানো হবে না। শুধুমাত্র হজ্জ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় খরচে যেতে পারবে।’ ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত কৃর্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বাউফল উপজেলার যে কোনো ধর্মের ১০০ জন হতদরিদ্র শিক্ষার্থীদের ধর্ম মন্ত্রণা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত