‘জাতীয় ছাত্র কাউন্সিল’ গঠনের দাবি ছাত্র ফেডারেশনের
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাবি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের জাতীয় ঐক্য সমুন্নত রাখতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব ছাত্র সংগঠনকে নিয়ে ‘জাতীয় ছাত্র কাউন্সিল’ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল শনিবার জুলাই হত্যার বিচার ও ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধ ‘সংহতি যাত্রা’র আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সভাপতি মশিউর রহমান রিচার্ড এ দাবি জানান। মশিউর রহমান রিচার্ড বলেন, ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে বাংলাদেশের নাগরিকরা প্রতিবাদ জানাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় চিকিৎসকরা ঘোষণা দিয়ে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। বিভিন্ন চক্রান্তের মাধ্যমে জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করা হচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করা হচ্ছে।