রাজধানীর পল্লবীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধের ঘটনায় খলিল-রুমা দম্পতির পর চলে গেলো তাদের ১০ বছরের শিশু আব্দুল্লাহ। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর আগে ২৪ নভেম্বর দগ্ধ অবস্থায় একই পরিবারের পাঁচজনসহ সাতজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।