ভূমিহীনদের মিছিল সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
পুনর্বাসন, মূল্যবৃদ্ধি রোধ ও আর্মিরেটে রেশনের দাবিতে রংপুরে ভূমিহীনদের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বহুতল ভবন নির্মাণ করে ভূমিহীনদের পুনর্বাসন দাবিতে স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে।
নগরীতে সহস্রাধিক ভূমিহীনের মিছিল শেষে কাচারীবাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠক আহসানুল আরেফিন তিতু, খুরশীদ আলম মুন্না, বিউটি সুলতানা প্রমুখ। নেতাদের বলেন রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ভূমিহীন, গৃহহীন ছিন্নমূল জনগণ রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বহুতল ভবন নির্মাণ করে ভূমিহীনদের পুনর্বাসন, আর্মি-পুলিশের রেটে রেশন, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম কমানোর দাবিতে বিগত সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আবেদন জানিয়েছি। তারপরও উল্লেখিত দাবিতে রংপুর জেলা প্রশাসকের নিকট অসংখ্যবার স্মারকলিপি দেয়া হয়।