ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অধ্যাপক খান সারওয়ার মুরশিদের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

অধ্যাপক খান সারওয়ার মুরশিদের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রয়াত অধ্যাপক খান সারওয়ার মুরশিদণ্ডএর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক স্মরণসভা গতকাল মঙ্গলবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ এই স্মরণসভার আয়োজন করে।

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. জেরিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অধ্যাপক খান সারওয়ার মুরশিদের কন্যা শারমীন মুরশিদ এবং ড. তাজিন মুরশিদ। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন বিভাগীয় প্রভাষক মৌমিতা হক সেঁজুতি। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রয়াত অধ্যাপক খান সারওয়ার মুরশিদণ্ডএর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, প্রকৃত অর্থেই তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। একাধারে তিনি একজন শিক্ষাবিদ, প্রশাসক, কূটনীতিক, লেখক, অনুবাদক ও গুণী মানুষ ছিলেন। সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা খাতে বুদ্ধিবৃত্তিক অবদানের মাধ্যমে তিনি আমাদের জাতীয় জীবনে নানাভাবে প্রভাব ফেলেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত