ইউটার্ন ও ফুটওভার ব্রিজের দাবিতে সড়ক অবরোধ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুর নগরীর দমদমা এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ ও ইউটার্ন (লেন পরিবর্তন) নেয়ার ব্যবস্থা রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসীসহ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (আরটিটিসি) সামনে রংপুর-ঢাকা মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিতে এই সড়ক অবরোধ করা হয়। এতে করে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় শাহানুর কবির, শাহাদত হোসেন সাগর, মমিনুল ইসলাম সজিব, মোস্তাফিজার রহমান, ইউনুছ আলী ও শিক্ষার্থী লিটন, শাওন, নায়িম, রেদোয়ান, ছায়িম, সাজ্জাদ প্রমুখ। এ সময় আন্দোলনকারীরা বলেন, প্রতিদিন এই এলাকায় কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের তিন হাজার শিক্ষার্থীসহ দুই পাশে তিনটি স্কুল এবং সংযোগ সড়কগুলোতে হাজার হাজার মানুষের যাতায়াত হয়। ইউটার্ন ও ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে।
গত ১২ নভেম্বর দাবি আদায়ে সড়ক অবরোধ করলে প্রশাসন ১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। কিন্তু তারা এখন টালবাহনা করছে। এ জন্যই আমরা সড়ক অবরোধ করেছি। আমাদের দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে অবরোধের খবর শুনে সেখানে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়। তারা দাবি পূরণে আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পরে করণীয় নির্ধারণে সড়ক ও জনপদ বিভাগ, পুলিশ এবং কারিগরই প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং সেনাবাহিনী যৌথ সভা করে। রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার, (কোতয়ালী জোন) আব্দুর রশিদ জানান, ‘বৈঠকে রাস্তা পারাপারে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়। এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। এখন পরিস্থিতি শান্ত। অবরোধ তুলে নেয়ায় রাস্তায় যানবাহন চলাচাল স্বাভাবিক রয়েছে।