ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রমনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রমনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর রমনা এলাকার সেঞ্চুরি গলির একটি বাসা থেকে জেরিন জুঁই (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে। জেরিনের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে। ওই এলাকার জাহিদ হোসেনের মেয়ে সে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আকিবুজ্জামান বলেন, খবর পেয়ে গতকাল রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে পরিবারের কাছ থেকে জানতে পারি এক বছর আগে গোলাম মো. ফয়সাল নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় জেরিনের। এটা তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। তিনি তার মায়ের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন সে বিষয়টি পরিবারের কেউ জানাতে পারেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত