জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ সদর থানার ‘কমিটি পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সদ্য গঠিত সদর থানা কমিটির প্রতিনিধি সদস্যরা উপস্থিত ছিলেন। সদর থানা কমিটির সদস্য সাবিত আল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। সভায় অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন, সদর থানা কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, শওকত আলী এবং কবি আরিফ বুলবুল।