পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার গত ০১ নভেম্বর থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন পাগলা কর্তৃক ঢাকা সদরঘাট সংলগ্ন এলাকায় ০২টি বোট তল্লাশি করে ১২৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রোরবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। তিনি আরো বলেন, পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি টিটু বড়ুয়া, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর নিকট হস্তান্তর করা হয়।