ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রাথমিকে আসছে শরীরচর্চা সংগীত, চারুকলার শিক্ষক

বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিকে আসছে শরীরচর্চা সংগীত, চারুকলার শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বিষয়ে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, ‘আমরা ক্লাস্টারভিত্তিক (কয়েকটি স্কুল মিলে) শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছি। আর চারুকলা শিক্ষক নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।’ গতকাল সোমবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন: আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। গণসাক্ষরতা অভিযান ও ব্র?্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউট এ মতবিনিময় সভার আয়োজন করে।

প্রাথমিক উপবৃত্তির অপব্যবহার হচ্ছে জানিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও উপবৃত্তি গ্রহণের ঘটনা ঘটছে; এটি বন্ধ করতে হবে। অল্প পরিমাণে হলেও উপবৃত্তি একটি উৎসাহ; কিন্তু তার যথাযথ ফলাফল আমরা পাচ্ছি না। সেদিকে নজর দিতে হবে। মিড ডে মিল চালুর বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘এটি এখন বিছিন্নভাবে রয়েছে। আপাতত ১৫০ উপজেলায় এইটা চালু হচ্ছে। আরো উপজেলায় চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। সরকার আগামী বছর থেকে এটি চালু করতে কাজ করছে। এটি শিশুদের বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বাড়ানোর জন্য- তা নিশ্চিতে আমাদের কাজ করতে হবে।’ শিক্ষক নেতাদের সমালোচনা করে উপদেষ্টা বিধান বলেন, আমি সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ১০ গ্রেড চালু করতে পারছি না। আমি বলেছি- এটি যৌক্তিক; তবে বাস্তবসম্মত নয়। সে জন্য এখন সবাই আমার পেছনে লেগেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত