নিষেধাজ্ঞা অমান্য করে স্মৃতিসৌধে দর্শনার্থীদের ভিড়
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসের প্রস্তুতি ও নিরাপত্তায় গণপূর্ত বিভাগ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু গণপূর্ত বিভাগের এই নিষেধাজ্ঞা অমান্য করে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে। গতকাল দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এই চিত্র দেখা যায়। এর আগে রোববার দুপুরে স্মৃতিসৌধের মূল ফটকে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, তারা অনুমতি নিয়ে প্রবেশ করেছে। এ ছাড়াও স্থানীয়দের ক্ষেত্রে এ নোটিশ ঘোষণা করা হয়েছে। এলাকার বাইরের দর্শনার্থীদের জন্য প্রযোজ্য নয়। এ ছাড়াও নোটিশটি ভুল টাঙানো হয়েছে। ৮ ডিসেম্বর না হয়ে ১০ ডিসেম্বর হবে বলে জানান তিনি।