মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর বার্ষিক সম্মেলন

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সামরিক প্রকৌশলী এবং সরকারি সংস্থা। এমইএস এর বার্ষিক সম্মেলন উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল সোমবার ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে অনুষ্ঠিত তিনদিনব্যাপী ‘এমইএস বার্ষিক সম্মেলন ২০২৪’এর দ্বিতীয় দিনে উপস্থিত থেকে তার দিক-নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও তিনি এমইএস এর কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানেন ও আলোচনা করেন।