বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও ভারতীয় আগ্রাসনের বিরদ্ধে গণতন্ত্র মঞ্চ, রংপুর জেলা শাখার ‘বিক্ষোভ সমাবেশ ও মিছিল’ গতকাল সোমবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে সম্প্রতি পশ্চিমবঙ্গ, আগরতলাসহ ভারতীয় বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটেছে। গত কয়েকদিনে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে সন্ত্রাসী হামলা হয়েছে। পশ্চিমবঙ্গে অবস্থিত উপ-হাইকমিশনে বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হামলার চেষ্টা হয়েছে এবং মুম্বাইয়ে অবস্থিত উপ-হাইকমিশনেও হামলার চেষ্টা করা হয়েছে। এসবের মধ্যেই গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দেশের কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেনো বাংলাদেশের ‘সংখ্যালঘু নির্যাতন’ ঠেকাতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে অনুরোধ জানায়।