নতুন দুই বোনাস ব্যান্ডউইথ চালু করলো বিএসসিপিএলসি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস্ পিএলসি (বিএসসিপিএলসি) ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (আইপিএলসি) গ্রাহকদের জন্য নতুন দুইটি বোনাস ব্যান্ডউইথ প্যাকেজ চালু করেছে। প্যাকেজ দুটির মাধ্যমে শূন্য বকেয়া গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন, যা ইন্টারনেট সেবাকে আরো সাশ্রয়ী ও কার্যকর করবে। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রথম প্যাকেজটি হল ‘আইপিএলসি বোনাস ব্যান্ডউইথ’।

এই প্যাকেজের আওতায় শূন্য বকেয়া আইপিএলসি গ্রাহকরা নতুন ১০০জি আইপিএলসি সার্কিট সংযোগ নিলে বোনাস হিসেবে তিনটি ১০জি আইপিএলসি সার্কিট বিনামূল্যে পাবেন। তবে গ্রাহকদের বিল প্রি-পেইড ভিত্তিতে পরিশোধ করতে হবে এবং সব বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং বোনাস ব্যান্ডউইথ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করা হবে।