গতকাল সোমবার, ল্যাবএইড গ্রুপ এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি বেবিচক এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। অনুষ্ঠানে বেবিচক এর পক্ষে সদস্য (প্রশাসন), (যুগ্মসচিব) আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, এনডিসি ও পরিচালক (প্রশাসন), (উপ সচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এবং ল্যাবএইড গ্রুপ এর পক্ষে ডেপুটি ম্যানেজার মো. জাহিদুর রহমান ও কোর্ডিনেটর (বিজনেস ডেভেলপমেন্ট) মো. আলমগীর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় বেবিচক এর কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারবর্গ (যেমন বাবা-মা, সন্তান) সব প্যাথলজিকাল এবং বায়োকেমিস্ট্রি টেস্টে ৩০% ছাড় এবং এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রা-সোনোগ্রাম, ইকো এবং ইটিটি-তে ১৫% ছাড় পাবেন। এ ছাড়া ডিসকাউন্ট মূল্যে আউটডোর এবং ইনডোর সেবা, হাসপাতালে ভর্তি ও চিকিৎসা পরিষেবা ছাড়াও, ডাক্তার এপয়েন্টমেন্ট, অ্যাম্বুলেন্স সেবা এবং হোম স্যাম্পল কালেকশন সেবাসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন।