ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনসহ রাষ্ট্র সংস্কারের প্রস্তাব

জনগণের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনসহ রাষ্ট্র সংস্কারের প্রস্তাব

একই দিনে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনসহ রাষ্ট্র সংস্কারে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছে কাঙ্ক্ষিত বাংলাদেশ ও রাষ্ট্র ভাবনা নামে দুটি সংগঠন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের পথনকশা’ শীর্ষক আলোচনায় এ প্রস্তাব জানানো হয়। সভায় রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে রাজনৈতিক দল থেকে পদত্যাগ করা এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি আর কোনো রাজনৈতিক দলের সদস্য হতে না পারা, একই ব্যক্তি দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে না পারার সংস্কার প্রস্তাব দেয়া হয়। সংস্কার প্রস্তাবে সংসদ সদস্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিএ সমমান বা দাওরায় হাদিস নির্ধারণ করা, একদিনে ২-৩টি জেলার নির্বাচন করে এক মাসে পুরো নির্বাচন সম্পন্ন করা, নির্বাচনের ব্যালট বাক্স নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে রেখে একই দিনে ভোট গণনা করে ফলাফলও একই দিনে প্রকাশের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত