বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ শতশত নেতাকর্মী গুম হয়েছেন। শতশত নেতাকর্মী শহীদ হয়েছেন। সর্বশেষ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই বাংলাদেশে আবার নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার রোডম্যাপ দিয়েছে, সংস্কার কমিশনের কর্মকাণ্ড শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন হবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। গতকাল সোমবার খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ের জিয়া হল চত্বরে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে।