প্রায় সাড়ে ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নিতে হবে
ভূমি উপদেষ্টা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, জনবান্ধব ভূমি সেবা পেতে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রতি মাসে অনলাইনে দেশে প্রায় ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তি হচ্ছে। তিনি অনিষ্পন্ন প্রায় সাড়ে ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সৃজিত ও মানোন্নীত সফটওয়্যার হতে যাতে জনগণ দৈনন্দিন স্বাভাবিকভাবে হয়রানিমুক্ত সেবা পায়, সে জন্য ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দেন। উপদেষ্টা গতকাল ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের জনবান্ধব ভূমি সেবার জন্য সৃজিত ও মানোন্নীত দ্বিতীয় ভার্সনের ৫টি সফটওয়্যারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের এজেএম সালাহউদ্দিন নাগরীসহ মন্ত্রণালয় ও ভূমি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সভায় সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা বিভিন্ন জেলা থেকে ভার্চুয়ালি যোগদান করে ভূমি নাগরিক সেবার পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। ভূমি উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শতভাগ দুর্নীতি ও ঝামেলামুক্ত ভূমি সেবাদানে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এতে করে ভূমি খাতের মামলা-মোকদ্দমা ও হানাহানি দূর হবে। মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে সক্ষম হবেন। পরে ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। ভূমি উপদেষ্টা বলেন, প্রশাসনের কর্মকর্তাদেরকে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের প্রত্যাশিত জনগণের কল্যাণে গৃহীত সব কর্মসূচি বাস্তবায়নে শাসক নয়, সেবকের ভূমিকা নিয়ে কাজ করতে হবে। জনগণের সাথে সদাচরণ ও নথির কাজসমূহ নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করণের ওপর গুরুত্বারোপ করেন।