সরকারি সুযোগ-সুবিধাসহ ‘৯ম গ্রেডে’ বেতন-ভাতা চালুর দাবি জানিয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে থাকা ডাক্তাররা। দ্রুত এই দাবি বাস্তবায়িত না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তারা।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ক্র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েশন ট্রেইনি ডাক্তার ও ডাক্তার মুভমেন্ট ফর জাস্টিসের সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ৫টি-খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। লক্ষ্য করলে দেখবেন, প্রথম চারটি অধিকার কখনোই বিনামূল্যে পাওয়া যায় না এবং কোনো মানুষ সেটার দাবিও করেন না। কিন্তু চিকিৎসা আমরা সবাই বিনামূল্যে আশা করি। অথচ বিনামূল্যে ইঞ্জিনিয়ার বা উকিল কেউ সেবা দেন না। দিন শেষে আমরা কেউ কিছু বিনামূল্যে না পেলেও চিকিৎসা ব্যয়টুকু বিনামূল্যে খুঁজি।