ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা সেনানিবাসে এমইএস বার্ষিক সম্মেলন

ঢাকা সেনানিবাসে এমইএস বার্ষিক সম্মেলন

ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে গত ৮ ডিসেম্বর মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) বার্ষিক সম্মেলন-২০২৪ এর উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, তিনদিনব্যাপী এ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে তার মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামানের সভাপতিত্বে গত ৮ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত এমইএসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সচিব ও অন্য মন্ত্রণালয়গুলোর উচ্চপদস্থ কর্মকর্তা; এমইএসে কর্মরত সেনা, নৌ এবং বিমানবাহিনীর কর্মকর্তারা সশরীরে উপস্থিত থেকে এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত হয়ে অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত