ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নব নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ৪২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সব অনুষদ সদস্যরা। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত