ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

চালু হচ্ছে ঢাবি অ্যালামনাই বৃত্তি

চালু হচ্ছে ঢাবি অ্যালামনাই বৃত্তি

গত তিন বছর বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফের চালু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শিক্ষা ও সামাজিক উদ্যোগের জন্য বৃত্তি’ প্রোগ্রাম। শিগগিরই শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়েছে। আমরা দায়িত্ব নেয়ার পরই শিক্ষার্থীদের এই বিষয়টিতে গুরুত্ব দিয়েছি। শিগগিরই পরবর্তী ২০২১-২২, ২২-২৩ এবং ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করব। এ ছাড়া যাদের বৃত্তি বকেয়া আছে তাদের গুলো দেয়ার প্রক্রিয়া চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ গ্রাম থেকে আসা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য। তাদের আর্থিকভাবে সচ্ছলতা দেয়ার জন্য মাসিক ৪ হাজার টাকার বৃত্তি প্রদান করে থাকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী বান্ধব বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত