বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে শেকৃবি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বন্যাজনিত ক্ষতি কাটিয়ে উঠতে কুমিল্লা অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। এ লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার ৪২ জন নারী ও পুরুষ কৃষককে প্রশিক্ষণ দেয় বিশ্ববিদ্যালয়টির ‘বহিরাঙ্গন কার্যক্রম’ বিভাগ। এ সময় কৃষি উদ্যোক্তা তৈরি, গুণগত সবজি চাষ, হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালাটি গতকাল সকাল ১০টায় বুড়িচং উপজেলা কৃষি কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি চারটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ‘বহিরাঙ্গন কার্যক্রম’ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম কৃষি উদ্যেক্তা তৈরির নানা দিক নিয়ে আলোকপাত করেন। দ্বিতীয় সেশনে উক্ত বিভাগের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর গুণগত সবজি চাষ এবং এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন। তৃতীয় ধাপে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার সমসাময়িক কৃষির চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় তুলে ধরেন। চতুর্থ ধাপে বুড়িচং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান কৃষকদেরকে হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনে প্রশিক্ষণ প্রদান করেন।