ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে কিশোরীর মৃত্যু পরিবারের দাবি আত্মহত্যা

রাজধানীতে কিশোরীর মৃত্যু পরিবারের দাবি আত্মহত্যা

রাজধানীর কদমতলী থেকে কাকলী (১৪) নামে এক কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে। গত শুক্রবার রাত সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যায় পরিবারের সদস্যরা। কাকলী পটুয়াখালীর বাউফল উপজেলার কালাম রাজার মেয়ে। সে একটি কারখানায় পোশাক শ্রমিকের কাজ করতো। বর্তমানে কদমতলীর শ্যামপুর শাহী মসজিদ এলাকার ভাড়া বাসায় থাকতো। নিহতের ভগ্নিপতি বিল্লাল বলেন, কাকলী স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতো। গত রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। বেশ কিছু সময় পার হলে তার কোনো সারা না পেয়ে দরজা ভেঙে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ওই কিশোরীর লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত