ঢাকা ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দোয়া মাহফিল

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দোয়া মাহফিল

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা প্রয়াত এএফ হাসান আরিফের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ সচিবালয়স্থ জামে মসজিদে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে গিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, হাসান আরিফ ছিলেন একজন সৎ, ধার্মিক; পরোপকারী, খাঁটি দেশপ্রেমিক ও বিজ্ঞ আইনজ্ঞ। তিনি অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন। ভূমি মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন; ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। তিনি জাতির কাছে সদা স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী, প্রয়াত উপদেষ্টার পুত্র মোয়াজ আরিফ ও ভূমি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবু বকর ছিদ্দিক। পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গতকাল সকালে প্রয়াত ভূমি উপদেষ্টাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত