উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দোয়া মাহফিল

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা প্রয়াত এএফ হাসান আরিফের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ সচিবালয়স্থ জামে মসজিদে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করতে গিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, হাসান আরিফ ছিলেন একজন সৎ, ধার্মিক; পরোপকারী, খাঁটি দেশপ্রেমিক ও বিজ্ঞ আইনজ্ঞ। তিনি অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করতেন। ভূমি মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন; ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। তিনি জাতির কাছে সদা স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী, প্রয়াত উপদেষ্টার পুত্র মোয়াজ আরিফ ও ভূমি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবু বকর ছিদ্দিক। পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গতকাল সকালে প্রয়াত ভূমি উপদেষ্টাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।