তিন জেলায় সড়কে নিহত পাঁচ

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নারায়ণগঞ্জ : আড়াইহাজারে নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। গতকাল দুপুরে উপজেলার মোল্লারচর এলাকায় মদনগঞ্জ-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার সোনারগাঁ উপজেলার  আমগাঁও এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে সোহাগ মিয়া ও একই এলাকার রফিকের ছেলে উজ্জল হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সোনারগাঁ থেকে তিন যুবক মোটরসাইকেলে চড়ে নরসিংদী জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। তারা আড়াইহাজার উপজেলার মোল্লাচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নসিমন চালককে আটকের চেষ্টা চলছে।

গাজীপুর : কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন নামে এক অটোরিকশাচলক নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার কান্দানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত হোসেনের বাড়ি কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামে।

বগুড়া : দুপচাঁচিয়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল মসকালে বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহনী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে তছলিম উদ্দিন ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাইফুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নওগাঁগামী দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা গরুর রাখাল তছলিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অপর রাখাল আশরাফুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।