ঢাকা ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ইভেন্ট
প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন

গত ২১ ডিসেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত প্রোগ্রাম ‘এম্পাওয়ারিং উইমেন উইথ টেকনোলজি’।

নারীদের প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গ্লোরি গার্লস সেগমেন্টের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই ছিল এই আয়োজনে প্রধান উদ্দেশ্য। এতে দেশের তথ্যপ্রযুক্তি খাতের নেতৃস্থানীয় নারী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং ঢাকা ও এর আশপাশের জেলা থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: তানজিবা রহমান (চেয়ারম্যান, বাংলাদেশ ফ্রি ল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটি), সায়েদা নওশাদ জাহান প্রমি (চেয়ারম্যান, টুগেদার ইনিশিয়েটিভ লিমিটেড), সাবিলা ইনুন (ডাইরেক্টর, ডি ক্যাসালিয়া লিমিটেড), সায়েদা নাফিজা রেজা (ম্যানেজিং ডাইরেক্টর, ডিজি ডট লিমিটেড), নওরিন হক রিদি (ফাউন্ডার, দাড়কাক), অরুপা দত্ত (ম্যানেজিং পার্টনার, অরুতাস ইন্টেরিওর বিডি), ফাহমিদা হোসাইন (চেয়ারম্যান, এলিগ্যান্ট আইটি লি:), সুমাইয়া হক (ম্যানেজিং ডিরেক্টর, ডিজাইনারস টু ইন্টেরিয়রস) এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর ফাউন্ডার মোহাম্মদ শাহরিয়ার খান, চিফ এডুকেটর ওয়াহিদ নিউটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহমান নিপু, ট্রাস্টি বোর্ড মেম্বার গোলাম সারওয়ার এবং প্রজেক্ট ডিরেক্টর এম আব্দুল্লাহ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত