নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি পিকনিক-২০২৪
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
দীর্ঘ ১০ বছর পর আবারও নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্রদের মিলনমেলা বসতে চলেছে। এ উপলক্ষে সবার মধ্যে যেমন আনন্দ কাজ করছে, তেমনি পিকনিক সফল করার সর্বাত্মক চেষ্টা চলছে। অনেক সিনিয়র ব্যক্তি যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, অনেক বড় ব্যবসায়ী যারা প্রতিষ্ঠিত এবং অনেকে আছেন যারা নিজ নিজ পজিশনে থেকে নিজেকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলেছেন; তাদের পিকনিকে সংযুক্ত করার চেষ্টা চলছে এবং অনেকে এরই মধ্যে পিকনিকে অংশগ্রহণের আশা প্রকাশ করেছেন। নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি পিকনিক-২০২৪ আগামী ১৭ জানুয়ারী, ২০২৪ তারিখে হুমায়ুন পার্ক, সিরাজদিখান, নারায়নগঞ্জ অনুষ্ঠিত হবে। ঢাকা থেকে পিকনিক স্পষ্টে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা থাকবে। ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে রেজিস্টার্ড অংশগ্রহণকারীদের পিক করে স্পটে নিয়ে যাবে এবং দিনব্যাপী পিকনিক শেষে আবার ঢাকায় নির্দিষ্ট পয়েন্টে ড্রপ করবে।
সূচি :
-পিকআপ পয়েন্ট থেকে ঠিক সকাল ৭.৩০টায় গাড়ি স্পটের উদ্দেশে ছেড়ে যাবে, পথিমধ্যে হালকা নাস্তার ব্যবস্থা থাকবে।
-সকাল -৯.৩০টায় স্পটে পৌঁছে মূল নাস্তা এবং কফির ব্যবস্থা।
-তারপর দিনব্যাপী খেলাধুলা প্রতিযোগিতা।
-দুপুর-লাঞ্চ ( হরেকরকম মেন্যু করার চেষ্টা চলছে)
-বিকাল-নাস্তা ও কফি (পিঠা, জিলাপি, ফুসকা এর কর্নার থাকবে)
-বিখ্যাত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংগীতায়োজন
-লটারি র্যাফেল ড্র (আকর্ষণীয় পুরস্কার থাকবে, প্রথম পুরস্কার ৫৬ ইঞ্চি এইচডি টিভি) সর্বোচ্চ চেষ্টা চলছে, পিকনিক দিনকে আনন্দমুখর করার। গতকাল পিকনিক কমিটির আহ্বায়ক ইকবাল মাসুদ এবং সদস্য সচিব মাজহারুল আনোয়ারের উপস্থিতিতে রেজিস্ট্রেশন এবং লটারি কুপন উন্মুক্ত করা হয়। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আবু জাফর, আতিয়ার রহমান, আজিজ, আরিফ, মুকুল, আসাদুজ্জামান, দীপক ও অন্যান্যরা। রেজিস্ট্রেশন ফি- জনপ্রতি ফি ৭০০ টাকা, ১২ বছরের নিচে বাচ্চাদের জন্য এবং নলতা স্কুলে বর্তমানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন্য ফি ৫০০ টাকা। ব্যক্তিগত গাড়ির ড্রাইভারের জন্য ফি ৫০০ টাকা।
রেজিস্ট্রেশন এবং লটারি কুপনের জন্য যোগাযোগ- আজিজ, ৯৪ ব্যাচ ০১৬৭৯৭৪০৩০৭, আরিফ, ৯৪ ব্যাচ, ০১৭১৩৪২৬৬৮৮, মাজহার, ৯৭ ব্যাচ
০১৮৪১৩৮৮৮৮৮।