ঢাকা ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

এক প্রস্তাবে বিসিএস শিক্ষা ক্যাডারের দাবি বেড়ে ১৫ দফা

এক প্রস্তাবে বিসিএস শিক্ষা ক্যাডারের দাবি বেড়ে ১৫ দফা

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে ক্যাডার-বহির্ভূতকরণে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবের কারণে অসন্তোষ তীব্র হচ্ছে।

ওই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষা ক্যাডারের পক্ষ থেকে ১৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ক্যাডারকে ক্যাডার বহির্ভূতকরণ ও শিক্ষা কমিশনের আওতায় নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে ক্যাডার-বহির্ভূতকরণের অশুভ প্রচেষ্টা প্রতিরোধকল্পে এবং শিক্ষা ক্যাডারের ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের বিলুপ্তি বিষয়ে যে বক্তব্য দেয়া হয়েছে, সে বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিব উদ্দিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রফেসর ড. রুহুল কাদির, প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রফেসর সৈয়দ মইনুল হাসান, প্রফেসর মুহাম্মদ ফাতিহুল কাদির প্রমুখ। সংবাদ সম্মেলনে ২৫টি ক্যাডারের সংগ্নঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের নেতৃবৃন্দ শিক্ষা ক্যাডারের দাবি ও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত