রাজনৈতিক দলগুলো ও আমলারা স্থানীয় সরকারকে চাকর প্রতিষ্ঠানে রূপান্তর করেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। গতকাল মঙ্গলবার গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ : জনপ্রশাসন শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)। ড. হোসেন জিল্লুর রহমান বলেন, একটি পরিবর্তনের আকাঙ্ক্ষার ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। নানামুখি সেবা জনগণকে দিতে হবে। আমাদের জনপ্রশাসনে ঘাটতি আছে। সার্বিকভাবে পুরো সিস্টেম ব্রোকার সিস্টেমে আটকে আছে। তিনি আরো বলেন, জুলাই-আগস্টের পর প্রকাশ্য দুর্নীতি কমে গেছে, সেসঙ্গে কমেছে কাজের গতিও। সার্বিকভাবে মেধার অপচয় কমাতে হবে। মেধার অপচয় আমাদের প্রশাসনে বেশি হয়ে থাকে। সংস্কার শব্দটি প্রচলিত হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এ শব্দটির আরও বিশ্লেষণ করা দরকার। এর ভেতর অনেক দিক আছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে জানিয়ে তিনি আরো বলেন, এটি শক্তিশালী হলে কার্যত জনপ্রশাসন তৈরি হবে। স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ করতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো ও আমলারা আমাদের স্থানীয় সরকারকে চাকর প্রতিষ্ঠানে রূপান্তর করেছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আর স্বায়ত্তশাসিত থাকেছে না। এটি এক শ্রেণির আমলাদের পদায়ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর পদগুলো ধীরে ধীরে অ্যাডমিন ক্যাডারে চলে গিয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা না দিলে অর্থনীতির চাকা ঘুরবে না। তিনি বলেন, প্রশাসনিক অঙ্গগুলোকে ঠিক করার কাজ বর্তাচ্ছে রাজনৈতিক দলগুলোর ওপর। এ অঙ্গগুলোর দলীয়করণ করা হয়েছে এবং তারা দলীয় চাপ তৈরির অন্যতম বাহন হিসেবে কাজ করে থাকে। রাজনৈতিক দলগুলোকে সংস্কারে যুক্ত করতে হবে। সংলাপের শুরুতে জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ এখন অস্থিরতার মধ্যে আছে। কিন্তু সম্ভাবনার মধ্যেও আছে। এত বছর জনগণের কোনো অধিকার ছিল না। আমাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক দেশ হওয়ার।