ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তার ঘটনায় মামলা

কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তার ঘটনায় মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করার ঘটনায় চার দিন পর গতকাল বুধবার বিকালে থানায় মামলা হয়েছে। ভিকটিম ওই মুক্তিযোদ্ধা বাদী হয়ে ১০ জনকে এজাহারনামীয় ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে বাদীর নিকট ২৫ লাখ টাকা চাঁদা দাবিসহ ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু স্বাক্ষরিত মামলাটি ফেনীর বাসা থেকে চৌদ্দগ্রামের কয়েকজন মুক্তিযোদ্ধার মাধ্যমে থানায় প্রেরণ করেন। এ মামলার আসামিরা হলেন- চৌদ্দগ্রামের কুলিয়ারা গ্রামের আবুল হাশেম মজুমদার (৪৮), ওহিদ মজুমদার (৪০), রাসেল (৩০), ইসমাইল মজুমদার (৪০), বেলাল মজুমদার (৪৫), পেয়ার আহাম্মদ মজুমদার (৩৭), নয়ন মজুমদার (৩২), এমরান (৩৪), পাতড্ডা গ্রামের শিমুল (৩৫), শনপুর গ্রামের রুবেল (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন। আসামিদের মধ্যে এর আগে ৫৪ ধারায় গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে শুধুমাত্র ইসমাইল মজুমদারকে এ মামলায় আসামিভুক্ত করা হয়েছে।

বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, আসামিরা গত কয়েক দিন যাবত বাদীর নিকট ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। উক্ত চাঁদা না দিলে বাড়ি থাকতে পারবে না মর্মে বাদীকে হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়। গত রোববার আসামিরা একটি ফার্মেসি থেকে টানাহেচড়া করে স্থানীয় কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে স্কুলের একটি কক্ষে জোরপূর্বক বাদীকে আটক রেখে কিল, ঘুষি, লাথি মেরে মারাত্মক জখম করে। পরে আসামিরা কিছু পুরানো জুতা দিয়ে একটি মালা তৈরী করে তার গলায় পড়িয়ে স্কুলের মাঠে ও রাস্তায় হাঁটায়।

এ ঘটনায় বাদীর ১০০ কোটি টাকার সম্মান হানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার-উজ জামান জানান, মামলাটি রেকর্ড করা হয়েছে। এ মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত