ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগ

ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে শীর্ষক পিপিপি প্রকল্পের সেবার জন্য ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানী (আইআইএফসি)’ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন রশিদুল হাসান, সচিব (রুটিন দায়িত্ব), সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব), বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো: ফেরদাউস এবং আইআইএফসি এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল হক স্বাক্ষর করেন। এছাড়াও অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আইআইএফসি এর প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত