বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ২০২৪-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। গত ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখে উক্ত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিইউপি সর্বপ্রথম ভর্তি পরীক্ষার আয়োজন করে। এ বছরের ভর্তি পরীক্ষায় ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স এ
রোল- ১১২৫১০৭৪৫৬, নিখাত সুলতানা; ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এ
রোল- ১০২৫১০৩২৫৩, জুবায়ের হোসেন খান; ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এ
রোল- ১২২৫১০৮৩৫১, তাবাসসুম তিথি; ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি এ রোল- ১৩২৫১০৬২০৮, সুমাইয়া ইবনাত তোর্সা এবং
রোল- ২৪২৫১০০১৯৫, সাদী মোহাম্মদ আব্দুল্লাহ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এ প্রথম স্থান অর্জন করেন।