ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জমির নামজারি ও খাজনা বন্ধে ভোগান্তি

জমির নামজারি ও খাজনা বন্ধে ভোগান্তি

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমির নামজারি ও খাজনা বন্ধ থাকায় জমি কেনাবেচা না করতে পেরে ভোগান্তিতে জমির মালিকরা।

জানা গেছে, গত ২৬ নভেম্বর থেকে ভূমি উন্নয়ন কর এবং ই-পর্চা এর দ্বিতীয় ও উন্নততর সংস্করণে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় গজারিয়া উপজেলায় খাজনা আদায় হচ্ছে না। ফলে জমির দলিল রেজিস্ট্রি, জমি বেচাকেনা বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন জমির মালিকরা। এদিকে মোটা অঙ্কের রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার। উপজেলার হোগলাকান্দি গ্রামের আরিফ হোসেন বলেন, গত ২০ থেকে ২৫ দিন ধরে জমির খাজনা কাটতে পারছি না। জমিও বিক্রি করতে পারছি না। পুরান বাউশিয়া গ্রামের শরিফ হোসেন বলেন, জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠানোর টাকা দেয়ার কথা ছিল।

কিন্তু ভূমি অফিসে এসে দেখি খাজনা দিতে পারছি না। এদিকে ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। কয়েকজন দলিল লেখক জানান, খাজনা না দিতে পারায় একদিকে যেমন দলিল রেজিস্ট্রি হচ্ছে না, অন্যদিকে জমির নামজারিও বন্ধ রয়েছে। এতে মানুষ ভোগান্তিতে পড়েছে। গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুন শরিফ জানান, কারিগরি কিছু ক্রটির কারণে সার্ভারটি সম্পুর্ন সচল হয়নি। আশা করছি আগামীকাল থেকে পুরোপুরি সার্ভারটি সচল হবে। যাদের আবেদন জমা আছে এ মাসের মধ্যেই ক্লিয়ার করে দেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত