ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কর্ণফুলী নদী থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে দুই শিক্ষার্থীর  লাশ উদ্ধার

নিখোঁজের ৪২ ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কাপ্তাই উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাপ্তাইয়ের সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলি নদী থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার তারা বেড়াতে এসে দুপুরে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়। নিখোঁজের পর থেকে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নামে। অনেক খোঁজাখুজির পর তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়। পরদিন সকালে ওই দুই শিক্ষার্থীর মরদেহ ভেসে উঠে। নিহতরা হলেন- চট্টগ্রামের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৭) ও অপরজন প্রিয়ন্ত দাস (১৬)। তারা একে অপরের খালাত ভাই। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে। এরপর দ্রুত ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত